জামালপুরের ইসলামপুর সাবরেজিস্টার কার্যালয়ের দুই দলিল লেখককে নাশকতার মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে তাঁরা মামলার এজাহারভুক্ত আসামি নন।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে নাশকতার অভিযোগে ইসলামপুর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে পুলিশ হাজির করলে, সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত সোমবার বিকেলে ইসলামপুর সাবরেজিস্টার কার্যালয়ের প্রাঙ্গণ থেকে তাঁদেরকে আটক করে ইসলামপুর থানা-পুলিশ।
যাঁদেরকে কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলো, ইসলামপুর পৌর শহরের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা ও ইসলামপুর সাবরেজিস্টার কার্যালয়ের নিবন্ধনধারী দলিল লেখক নাজমুল আহসান লাভলু এবং পৌর শহরের পাটনীপাড়া গ্রামের বাসিন্দা দলিল লেখক ফজলুল হক। তাঁরা আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে দলিল লেখক নাজমুল আহসান লাভলু এবং ফজলুল হকের দাবি, একসময় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দীর্ঘদিন থেকে রাজনীতিতে নিষ্ক্রিয় তাঁরা। এছাড়া মামলায় উল্লেখিত ঘটনায় তাঁরা জড়িত নন।
ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রদেরকে মারধরের অভিযোগে গত ৬ সেপ্টেম্বর রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আগ্রাখালী আকন্দপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আইয়ুব আলী বাদী হয়ে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোটো ভাই উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ৩১ জনের নামোল্লেখে ইসলামপুর থানায় একটি মামলা করেন। এই মামলায় যুবলীগ নেতা ও দলিল লেখক নাজমুল আহসান লাভলু এবং যুবলীগ নেতা ও দলিল লেখক ফজলুল হককে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের মারধরের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুইজনকে আদালতে সোপর্দ করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।'
২ ঘন্টা ২১ মিনিট আগে
২ ঘন্টা ২২ মিনিট আগে
৩ ঘন্টা ২২ মিনিট আগে
৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩ ঘন্টা ৪৮ মিনিট আগে