২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু সাতক্ষীরা জেলা তরুণ দলের পূণাঙ্গ কমিটি কমিটি অনুমোদন করায় আনন্দ মিছিল ও র‍্যালী জবির দ্বিতীয় ক্যাম্পাস: শিক্ষার্থীদের প্রত্যাশা এবং প্রাপ্তি শেরপুরের নালিতাবাড়ীতে গঠনতন্ত্র তৈরি ও সরকারি বিভিন্ন সুবিধা প্রাপ্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীর রুপনারায়ণকুড়া ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জুলাই-আগস্টে আহতদের নিয়ে কাজ করা রাজনৈতিক দলগুলোর কর্তব্য: উপদেষ্টা নাহিদ বাংলাদেশ-আজারবাইজান সম্পর্ক আরো গভীর করার প্রতিশ্রুতি জামালপুর ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে শাকিল, আব্দুল্লাহ বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি অংশগ্রহণে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয়সভা অনুষ্ঠিত ডোমারে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন : সভাপতি- তারিক ও সম্পাদক- সুমন নির্বাচিত সুনামগঞ্জে ২ গ্রুপের সংঘর্ষ, আহত-১০ নাগরপুরে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত আমরা দেশকে ভালোবাসি তাই আমরা পালাইনি- যুগ্ম মহাসচিব আডাউর রহমান নানা আয়োজনে কুড়িগ্রামে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন বড়লেখায় 'রাজনৈতিক মামলায়' বাবা-ছেলে গ্রেপ্তার সকল শ্রম সমস্যা সমাধানের অঙ্গীকার প্রধান উপদেষ্টার ডোমারে সাবেক চেয়ারম্যান আনজারুল হকের স্মরণসভা গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পকে আরবদের চাপ জনস্বার্থে বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করার নির্দেশ

সুনামগঞ্জে ২ গ্রুপের সংঘর্ষ, আহত-১০


সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে এই ঘটনা ঘটে।


জানা যায়, সদ্য ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে পরিচিতি সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০ টার দিকে কমিটিতে পদ বঞ্চিত ছাত্র আন্দোলনের ১৫-২০ জনের একটি গ্রুপ শিল্পকলা একাডেমিতে আসে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।


ঘোষিত কমিটির আহ্বায়ক ইমন উদ দোজা জানান-আজ আমাদের ঘোষিত কমিটির পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল। হঠাৎ করে কয়েকজন এসে আমাদের সাথে কথা-কাটাকাটি করে এক পর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হয় । সংঘর্ষে  ইমন, সিয়াম, সাকিব, শফিকুল, রাতুল, আশরাফ প্রমুখ আহত হন।


অপরদিকে সমন্বয়ক উসমান গণি জানান, সুনামগঞ্জে যারা আহত হয়েছে, জেলে গিয়েছে, গুলি খেয়েছে তাদেরকে বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিকে ছাত্র জনতা প্রত্যাখ্যান করেছে। আমরা আজকের প্রোগ্রামে সাধারণ ছাত্র হিসেবেই অংশগ্রহণ করি। উদ্যেশ্য ছিল কেন্দ্রীয় সমন্বয়কের সাথে আমাদের অভিযোগের ব্যাপারে কথা বলা। কিন্তু শিল্পকলা একাডেমিতে আসার পরপরই তারা লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর হামলা করে। হামলায় উসমান, নিহাল, সাইমন, বায়েজিদ, মঈনুল, মাহমুদুল, জুবায়ের, আকাশ, মিজান, ফাহিম, সোহান প্রমুখ আহত হয়।


সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, বৈষম্যবিরোধী দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন উভয় পক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করছেন। অভিযোগের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।


উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্রদের নিয়ে ১০ নভেম্বর ইমন উদ দোজাকে আহ্বায়ক, মেহেদী হাসান সাকিবকে সদস্য সচিব করে সুনামগঞ্জে জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্রদের সংগঠন। এর প্রতিবাদে ১২ নভেম্বর ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা।

আরও খবর