জুলাই আগষ্টে হাসিনার নৃশংসতার চিত্র ঢাকা কলেজ ক্যাম্পাসে ফেস্টুন দিয়ে তুলে ধরলো ঢাকা কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
সোমবার (১৮ নভেম্বর) পুরো ক্যাম্পাস জুড়ে ফেস্টুন লাগানোর মাধ্যমে কর্মসূচি শেষ হয়,এতে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি তাজবিউল হাসান, মোঃ বনি আমিন সোহাগ,
যুগ্ম-সম্পাদক মামুনুর রহমান মামুন সহ অর্ধশতাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলো।
এ সময় মামুনুর রহমান বলেন, খুনি হাসিনা ও জঙ্গি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আমাদের দেশের মানুষের উপর যে নৃশংসতা চালিয়েছিলো সেগুলো তুলে ধরাই আমাদের লক্ষ্য। কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এভাবে নির্বিচারে মানুষ হত্যা করা সম্ভব নয়। তিনি বলেন হাসিনা একজন মানসিক বিকারগ্রস্ত মহিলা আর তার নেতাকর্মীরা ছিলেন লাঠিয়াল সন্ত্রাসীবাহিনী। দেশের ছাত্র-জনতা মিলে এই বিকারগ্রস্ত মহিলার হাত থেকে দেশকে রক্ষা করেছে। মামুন আরও বলেন হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশের বিভিন্ন জায়গায় স্থান দখল করে আছে এবং হাসিনার সন্ত্রাসীবাহিনী দেশের মধ্যে থেকে দেশকে অস্থীতিশীল করতে চাইবে। তাই বর্তমান সরকারের উচিত দ্রুত দেশে একটা সুন্দর নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। জনগণের ভোটে নির্বাচিত সরকার ব্যতিত হাসিনার অপরাধের বিচার করা সম্ভব নয় বলে মনে করেন তিনি।
১৪ ঘন্টা ৪ মিনিট আগে
১৫ ঘন্টা ৪২ মিনিট আগে
১৯ ঘন্টা ২৪ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে