সাতক্ষীরায় শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা বিএনপির আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা তথ্য অফিসার, জেলা বিএনপির নেতৃবৃন্দ, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসারসহ জেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক, কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন শিক্ষকরাই জাতি গঠনের কারিগর, তারা রাজনীতি করবেন আমি এটার ঘোর বিরোধী। এভাবে আমরা দেশের বারোটা বাজিয়েছি। স্কুলের শিক্ষকদের ক্লাসের চেয়ে প্রাইভেট পড়ানোর দিকে নজর বেশি, এটা কারও কাম্য না।
যে পলিটিকস জনবান্ধব নয় সেটা করে লাভ কি প্রশ্ন রেখে তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আমরা কি দায়বন্ধতার যায়গায় যেতে পারিনা? যে দায়িত্ব সঠিকভাবে পালন করবেন না তার থাকার দরকার নেই। কেউ যদি নিজেকে অযোগ্য মনে করেন তারা নিজেরাই সরে দাড়ান।
তিনি এ বিষয়ে সকল শিক্ষককে সতর্ক করে বলেন স্কুল কলেজে আকর্ষিক পরিদর্শণের জন্য ইউএনওদেরকে তদারকি করতে নির্দেশনা দিয়েছি। আমি নিজেও কয়েকটি মাদ্রাসা ও কলেজে আকর্ষিক পরিদর্শনে গিয়েছি। যদি প্রত্যেকটা উপজেলায় একটা সরকারি কলেজ থাকে তবে কেন একটি সরকারি মাদ্রাসা থাকবেনা প্রশ্ন রেখে তিনি বলেন আমি এবিষয়ে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছি।
কোন সরকারি প্রতিষ্ঠানের কর্তকর্তা কর্মচারিরা মানুষের রক্ত চুষবে আর আমি মোস্তাক আহমেদ এখানে চুপ করে বসে থাকবো এটা সম্ভব না। আমি ওদের বিরুদ্ধে এবং সকল অনিয়মের বিরুদ্ধে আমি সবসময় স্বোচ্চার আছি। পরিশেষে তিনি সকল স্কুল কলেজের শিক্ষকদের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সকল প্রতিষ্ঠানের পাশে থাকার ঘোষণা দেন। সবশেষে তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি ফুল গাছ লাগাতে প্রয়োজনে শিক্ষার্থীদের কাজে লাগানোর জন্য অনুরোধ করেন।
১ ঘন্টা ৯ মিনিট আগে
১ ঘন্টা ১১ মিনিট আগে
৭ ঘন্টা ১৩ মিনিট আগে
১৩ ঘন্টা ১১ মিনিট আগে
১৪ ঘন্টা ১৮ মিনিট আগে
১৪ ঘন্টা ১৯ মিনিট আগে
১৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৫ ঘন্টা ৪৯ মিনিট আগে