রংপুরের পীরগাছায় জমির বেড়া সরিয়ে পিলার স্থাপনের ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় তিনজন আহত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলা সদরের বড় পানসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় পীরগাছা থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন ভূক্তভোগী আজিজুল হক।
এজাহার সূত্রে জানা যায়, ২২ শতাংশ জমির মধ্যে ১২ শতাংশ জমি ভোগদখল করে আসছিলেন ওই গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে আজিজুল হক। সম্প্রতি একই এলাকার মৃত গেন্দা মামুদের প্রভাবশালী ছয় ছেলে ওই জমিটি জবর দখলের চেষ্টা চালান। মঙ্গলবার রাতে মৃত গেন্দা মাহমুদের ছেলে আব্দুল মান্নানসহ বিবাদীরা ওই জমির বেড়া সরিয়ে ফেলে এবং বুধবার সকালে ওই জমিতে সীমানা পিলার নির্মাণের চেষ্টা চালায়।
এসময় বাধা দিতে গেলে আব্দুল মান্নান, আনোয়ার হোসেনসহ অনেকে লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে আজিজুল হকদের বাড়িঘর ঘেরাও করে ভাংচুর চালায়। এসময় তারা আজিজুল হকের ভগ্নিপতি আজাহার আলী (৫০), বোন মজিরন বেগম (৪৫) ভাতিজা সিফাত (১৩) কে মারপিট করে গুরুতর আহত করে। তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আজহার আলীর মাথায় সেলাই দেয়া হয়। অপর দিকে বিবাদী আব্দুল মান্নান ও মোক্তার আলী নামে দুজন পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
বাদি আজিজুল হক জানান, জমিটি আমাদের পৈত্রিক সম্পত্তি। খাজনা-খারিজ সব আমাদের আছে। অহেতুক আব্দুল হান্নানের পরিবার জমি দাবি করলে আমরা ১৪৪/১৪৫ ধারার বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। বিজ্ঞ আদালতের আদেশে ওই জমিতে পুলিশ ১৪৪ ধারা জারি করে। বিবাদীগণ ১৪৪ ধারা অমান্য করে পিলার স্থাপনের চেষ্টা করেন। পিলার স্থাপনে বাধা দিলে তারা আমাদের মারপিট করেন।
বিবাদী আব্দুল হান্নানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, রাতের আঁধারে কে বা কারা আজিজুল হকদের জমির বেড়া সরিয়ে ফেলেন, সেঘটনার কেন্দ্র করে মারামারি হয়। তবে ওরাই আমাদের মারধর করেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী মুঠোফোনে বলেন, এঘটনায় আজিজুল হক বাদি হয়ে একটি এজাহার দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৯ ঘন্টা ৯ মিনিট আগে
১৯ ঘন্টা ১০ মিনিট আগে
১৯ ঘন্টা ১১ মিনিট আগে
১৯ ঘন্টা ২২ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে