ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে ২০২২-২৩ সেশনের প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষার্থীদের মধ্যে বিভিন্ন পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত ২৩ নভেম্বর (শনিবার) রাতে ঢাকা কলেজের বিভিন্ন হলে ছাত্রদলের নেতৃবৃন্দ পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রস্তুতি সামগ্রী যেমন: পেন, পেন্সিল, স্কেল, ফাইলসহ প্রয়োজনীয় অন্যান্য উপকরণ তুলে দেন।
এই উদ্যোগের লক্ষ্য ছিল পরীক্ষার প্রস্তুতি সহজ করা এবং শিক্ষার্থীদের মাঝে মানসিক সাহস যোগানো, যাতে তারা পরীক্ষায় ভালো ফল অর্জন করতে পারে। দেশচিত্রের সঙ্গে ছাত্রদলের আশিকুল হক মিল্টনের কথা হলে তিনি বলেন, "আমরা জানি যে, পরীক্ষার সময় শিক্ষার্থীরা অনেক মানসিক চাপের মধ্যে থাকে। এই চাপ কমাতে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে এই উদ্যোগ। আমরা চাই সকল শিক্ষার্থী ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারুক এবং ফলাফলও সবার জন্য সুখকর হোক। আমাদের ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।"
এ উদ্যোগে ঢাকা কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৩ ঘন্টা ২২ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৭ ঘন্টা ১৬ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ১৮ মিনিট আগে