‘দুর্ঘটনা আর নয়, আসুন সবাই সচেতন হই, ‘ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদে বাড়ি ফিরি’ এ শ্লোগানে রংপুরের পীরগাছায় দুর্ঘটনা মুক্ত নিরাপদ সড়ক বিষয়ক এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চত্ত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে ও জেলা পুলিশের টিআই (প্রশাসন) নুর আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন থানা ওসি নুরে আলম সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা, জেএন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সমন্বয়ক ফারদিন এহসান মাহিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেনসহ স্কুল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন বলেন, গত পাঁচ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৬ হাজার মানুষ। আমাদের অসংখ্য স্বজনরা পঙ্গুত্ববরণ করেছে। আমাদের জীবনের প্রতি গুরুত্ব না দিয়ে গাড়ি চালানোর কারণে এই সকল ভয়াবহ দুর্ঘটনা ঘটে। অঙ্গীকার করতে হবে সড়ক দুর্ঘটনা এড়াতে সকল ট্রাফিক আইন মেনে চলবো নিজেদের জীবনকে সুরক্ষা দেয়ার জন্য।