পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলায় মৎস্যজীবী দলের ৩৭সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে এ কমিটির তালিকা প্রকাশ করেন রংপুর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোজাম্মেল হক ও সদস্য সচিব আশরাফুল ইসলাম রাশেদ।
এতে আহবায়ক নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম রবি ও সদস্য সচিব হাফিজার রহমান হাফিজ। সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম। যুগ্ম আহ্বায়করা হলেন গোলজার হোসেন বুলেট, শাহ আলম মিয়া, কাওছার আহমেদ, মইনুল ইসলাম, আবদুল হালিম, কামাল হোসেন, মাইদুল ইসলাম, একরামুল হক, শাহাদুল ইসলাম, মোফাজ্জল হোসেন মোফা।
সদস্যরা হলেন আবুল কালাম আজাদ, সোহেল রানা, রফিকুল ইসলাম, সাহেব আলী, আব্দুল কাদের, মাঈদুল ইসলাম, হাসান মিয়া, সোহেল রানা, সবুজ মিয়া, আতিক হাসান, বাবুল আক্তার, এনামুল হক, দোলন মিয়া, সহিম মিয়া, এরশাদ হোসেন, রাসেল মিয়া, আবু তাহের, সাজু মিশা, বিটুল মিয়া, শফিকুল ইসলাম ভুট্টু, রুবেল হাসান, জুয়েল রানা, মোস্তফা মিয়া ও মোসলিম উদ্দিন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ইউনিয়ন পূর্ণাঙ্গ কমিটি করে উপজেলার সম্মেলন করার নির্দেশসহ কমিটির সকল কার্যক্রম আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে।