তাহা বাঁচতে চাই : সাহায্যের আবেদন
যশোরের শার্শার দিন-মুজুর কন্যা মোছাঃ তাহা খাতুন (১১) বাঁচতে চাই।
তাহার হার্ট ছিদ্র গত ৬ বছর অসুস্থ থাকার পর ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালের একজন সিনিয়র ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন তাহার হার্ট ছিদ্র । এখনই অপারশন করতে হবে। প্রয়োজন ৪ লক্ষ টাকা।
অসুস্থ তাহা শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর শরিফপুর(কলোনি) গ্রামের দিন মুজুর মকবুল হাসানের মেয়ে। তাহা গ্রামের সরকারী প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেনীতে লেখা পড়া করে। তাহার অবস্থা এখন খুব আশংকা জনক। যত দিন যাচ্ছে অসুস্থ তাহার হাত ও পায়ের আঙ্গুল ফুলে যাচ্ছে। হাত ও পায়ের আঙ্গুলের নখ নীল বর্ণ ও মুখের রং হয়ে যাচ্ছে ফ্যাকাশে। তাহার পিতা একজন হতদরিদ্র দিন মুজুর । তার পক্ষে ৪ লক্ষ টাকা জোগাড় করে এক মাত্র সন্তানের চিকিৎসা করানো সম্ভব না। তাই তিনি তার এক মাত্র মেয়েকে বাঁচাতে সমাজের সকল দয়াবান ও বিত্তবানদের কাছে সাহায্য চান।
তাহার চিকিৎসার্থে তার পিতা মকবুল হাসানের ব্যবহারিত মোবাইল নগদ নং ০১৯২০৫৩১৩৪৬ তে সাহায্য পাঠাতে অনুরোধ করেছেন।