রংপুরের পীরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল কুরআন লার্ণিং এন্ড ইনফরমেশন সেন্টারের’ উদ্যোগে স্কুল-কলেজ ও মাদ্রাসার জেনারেল শিক্ষকদের নিয়ে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে পীরগাছা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হলরুমে এ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আল কুরআন লার্ণিং এন্ড ইনফরমেশন সেন্টারের চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সহকারী পরিচালক শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের প্রভাষক মোজাফ্ফর হোসেন মিশন, পীরগাছা সরকারি কলেজের প্রভাষক আমিনুল ইসলাম স্বপন, হাশিম মিঞা ও হামিদুল ইসলাম, ওয়ালটন প্লাজার ম্যানেজার কায়ছার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন পীরগাছা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ জয়নুল আলম, সংগঠনের পরিচালক আসাদুজ্জামান আল-আমিন, ইসলামি ব্যাংকের ইনচার্জ খালেদ সাইফুল্লাহ, পীরগাছা প্রেসক্লাবের সেক্রেটারী একরামুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুছ সরকার, ওমর ফারুকসহ বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
এসময় কুরআন শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন সংগঠনের চেয়ারম্যান আবুল হোসেন। তিনি আরও বলেন, তারা সম্মিলিতভাবে নিজেদের অর্থায়নে ২০২১ সালে বিনামূল্যে কুরআন শিক্ষা প্রকল্প চালু করেছেন। যারা কুরআন পড়তে পারে না। তাদের জন্য বিনামূল্যে কুরআন শিক্ষার ব্যবস্থা আছে। এছাড়াও নিজেদের অর্থায়নে দুস্থ মানবতা সেবাসহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি। পরে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন ইমাম মোজাহারুল ইসলাম।