জামালপুরের ইসলামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ছাত্রদের মারধরের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে রাতে গ্রেপ্তার করে পরদিন দুপুরে আদালতে সোপর্দ করলে, বিকেলে সংশ্লিষ্ট বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
আওয়ামী লীগ নেতারা হলো, উপজেলার পাথর্শী ইউনিয়নের রৌহারকান্দা গ্রামের বাসিন্দা ও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান (৬৮), একই ইউনিয়নের মরাডুবী গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন (৫৪) এবং পৌর শহরের উত্তর কিসমত জাল্লা গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য রফিকুল ইসলাম সৈকত (২৮)।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার ও অভিযোগে ইসলামপুর থানায় দায়ের করা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে পুলিশ হাজির করলে, সংশ্লিষ্ট বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে গত সোমবার রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বসতবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে ইসলামপুর থানা-পুলিশ।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ইসলামপুর অডিটোরিয়ামের সামনে জড়ো হয়। এ সময় আন্দোলন ঠেকাতে উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক খলিল সরকার খলিলের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, এবং আওয়ামী লীগ নেতাসহ অজ্ঞাতনামা ৮০ থেকে ৯০ জন আসামি দা, লোহার রড, হকিস্টিক, শার্ট গান, পিঞ্জল মারাত্মক বিভিন্ন অস্ত্রপাতিতে সজ্জিত হয়ে পূর্বকল্পিতভাবে আন্দোলনরত ছাত্রদের ওপর হামলা চালায় এবং ব্যাপক মারধর করে। এতে বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হন। উপজেলা যুবলীগের সভাপতি ও গোয়ালেরচর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মোহাম্মদ হারুনুর রশীদ তাঁর হাতে থাকা পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি করতে করতে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা করান।
ওই ঘটনায় গত ৬ সেপ্টেম্বর চরপুটিমারী ইউনিয়ন ছাত্রদল (দক্ষিণ) শাখার তৎকালীন সিনিয়র সহসভাপতি ও আগ্রাখালী আকন্দপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আইয়ুব আলী বাদী হয়ে মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক ধর্মমন্ত্রী ও ইসলামপুর আসনের সাবেক সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের ছোট ভাই উপজেলা আ. লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের মারধরের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন অজ্ঞাত আসামিকে দুপুরে আদালতে সোপর্দ করলে বিকেলে সংশ্লিষ্ট বিচারক তাদের জামিনের আদেশ দিয়েছেন।'
জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ইসলামপুর জিআর আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. ফারুক হোসেন বলেন, 'আজ বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদেরকে মারধর করার মামলায় তিন আসামিকে বিচারক মোস্তাফিজুর রহমান তাদের জামিন মঞ্জুর করেন।
৪ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৭ ঘন্টা ৬ মিনিট আগে
১৭ ঘন্টা ৯ মিনিট আগে
১৮ ঘন্টা ৪ মিনিট আগে
১৯ ঘন্টা ১৬ মিনিট আগে