মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দুরন্ত সংঘের আয়োজনে ১৪ তম দূরন্ত টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজশুক্রবার সকাল সাড়ে ১০ টায় আবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট মোঃ সাইফুর রহমান। প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি বলেন, আমাদের আগামী প্রজন্মকে ভালো রাখতে হলে তাদেরকে খেলাধূলায় উদ্ধুদ্ধ করতে হবে। একটি সুন্দর সমাজ বিনির্মাণে আমাদের তরুণ সমাজ অসামান্য অবদান রাখতে পারে। তাই তরুণদের জন্য বেশি বেশি খেলাধূলার আয়োজন করা প্রয়োজন।
দূরন্ত সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল হাদীর সভাপতিত্বে এবং ক্লাবের প্রেসিডিয়াম সদস্য সুফী মুহাম্মদ জুনাইদ উল্ল্যাহ ও সহ-সভাপতি নিজাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুরুল হুদা হামিদী, ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম চৌধুরী, ইছাখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা জসিম উদ্দিন, রাজনীতিবিদ ও সমাজসেবক নুরুল আলম, ইগনাইট মিরসরাই'র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, দূরন্ত সংঘের পৃষ্ঠপোষক সদস্য রহিম উদ্দিন লিটন, ইছাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক এরাদুল হক ভূঁইয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুরন্ত সংঘের সভাপতি সাঈদ উল্ল্যাহ, সাবেক সভাপতি আনোয়ার হোসেন, প্রেসিডিয়াম সদস্য মুসলিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জাহেদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল হাসান মিঠু, সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ উদ্দিন, প্রবাসী কল্যাণ সম্পাদক কাউসারুল হক, সহ-অর্থ সম্পাদক শেখ ফাহাদ, সাবেক প্রচার সম্পাদক জাহেদুল আলম তুহিন, সদস্য শাফায়েতসহ সদস্যবৃন্দ।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে জোরারগঞ্জ ক্রিকেট সংস্থা একাদশ বনাম মিরসরাই লায়ন্স একাদশ। খেলার ফলাফলে জোরারগঞ্জ ক্রিকেট সংস্থা একাদশ ২ উইকেটে জয়লাভ করে। এবারের টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করে।
৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫ ঘন্টা ২৪ মিনিট আগে
৫ ঘন্টা ২৬ মিনিট আগে