‘বিভেদ নয়, ঐক্য করি, ইনসাফ পূর্ণ দেশগড়ি’-এ শ্লোগানে রংপুরের পীরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর শহিদদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নাছুমামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমদ, জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মোত্তালিব হোসেন, জেলা ওলামা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম মিলন, উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, সেক্রেটারী মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর জব্বার, সেক্রেটারী আবু সুফিয়ান সুজন, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস আলী, দপ্তর সম্পাদক সুলতানুল আউলিয়াসহ হাজারো নেতাকর্মী।