নোয়াখালীর সেনবাগে বিজয় দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট পূর্ব লালপুর ও খানপুর গ্রামের উদীয়মান একঝাঁক প্রাণবন্ত উৎসবমুখর তরুণদের মধ্যে মামুন, আজিম, নিজাম, সাফাত, রেজা, বুলু ও ফজলু গণের ব্যবস্থাপনা ও আয়োজনে অনুষ্ঠিত হয়।
সোমবার (১৬ ডিসেম্বর ) বিকেলে নোয়াখালীর সেনবাগে বিজয় দিবস উপলক্ষে পূর্ব লালপুর ও খানপুর গ্রামের লালখান বাজার সংলগ্ন মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ফাইনালে মামুন একাদশ বনাম আসিফ একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদের সদস্য মো: জহিরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং কাবিলপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোস্তাফিজুর রহমান, দিলদার মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মো: আবদুল মতিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, বিশিষ্ট সাংবাদিক শফি উদ্দিন টিটু, ৬নং কাবিলপুর ইউনিয়নের সাবেক মেম্বার নুর ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম খোকন, আবু তৈয়ব,সালেহ আহাম্মদ, সেনবাগ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান ভুট্টু, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজ সেবক সহ কয়েক'শ ফুটবল প্রেমী দর্শক আনন্দ উপভোগে মধ্যদিয়ে জমকালো আয়োজনে ফুটবল খেলায় মামুন একাদশ রানার্সআপ ও ১-৩ গোলে আসিফ একাদশ চ্যাম্পিয়ন হয় । খেলার ধারাবর্ণনা করেন,মো: মোতাহের হোসেন জীবন। খেলা শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
১৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৪৫ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ০ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ৪ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ৩৮ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ২০ মিনিট আগে