জামালপুরের ইসলামপুর উপজেলায় 'শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে' স্লোগানে
নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগ নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছে। মিছিল শেষে জেলা ছাত্রদলের এক নেতার বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে মিছিলকারীরা। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও কলেজ অধ্যক্ষসহ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা-পুলিশ।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক
আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
গ্রেপ্তারেরা হলো, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইসলামপুর সদর ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান শাহীন চৌধুরী, কাছিমারচর বিএম কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সোলায়মান কবির, গোয়ালেরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক এবং একই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সোলাইমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়ালেরচর ইউনিয়নের সভারচর দাখিল মাদ্রাসা মাঠে শহিদমিনার চত্বরে ইউনিযন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়ার নেতৃত্বে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হাবেজ মিয়া। পথসভায় সিদ্ধান্ত মোতাবেক সেখান থেকে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। মিছিল শেষে সভারচর কারীপাড়া এলাকায় জেলা ছাত্রদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমানের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে মিছিলকারীরা।
ছাত্রলীগের গোয়ালেরচর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন তাঁর ফেসবুক আইডি থেকে ওই মিছিলটি লাইভ করেন। এতে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ভিডিওটি।
মিছিলের ওই ভিডিওতে মিছিলকারীদের স্রোগান দিতে শোনা যায়, 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 'শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে।' 'কে বলেরে মুজিব নাই, মুজিব সারা বাংলায়।' 'বিজয়ের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে।' 'রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়।'
খবর পেয়ে রাত ৮টার দিকে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী ছাত্রদল নেতা হাফিজুর রহমানের বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গোয়ালেরচর ইউনিযন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়াকে প্রধান অভিযুক্ত করে রাতে ভুক্তভোগী জেলা ছাত্রদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান ইসলামপুর থানায় ১২৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ২২০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। পরে বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগের চার নেতাকে আটক করে পুলিশ।
এদিকে ওই মিছিলের প্রতিবাদে জামালপুর শহরের বুড়ির দোকান মোড়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
এছাড়া ইসলামপুর পৌর শহরের প্রতিবাদ মিছিল করে বিএনপির নেতা-কর্মীরা।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ইউএনও স্যারসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেনাবাহিনীর একটি দলও সেখানে গিয়েছিলো। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার চাজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ইসলামপুর জিআর আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. ফারুক হোসেন বলেন, 'আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।'
৪ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৫ ঘন্টা ৫৬ মিনিট আগে