রংপুরের পীরগাছায় নটাবাড়ী শিক্ষা ও কল্যাণ ট্রাস্ট একাডেমির সুধি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এক অনাড়ম্বর আয়োজনের মধ্যদিয়ে পথচলা শুরু হলো নটাবাড়ী শিক্ষা ও কল্যাণ ট্রাস্ট একাডেমির। রোববার (২২ ডিসেম্বর) সকালে তাম্বুলপুর ইউনিয়নের নটাবাড়ী গ্রামে অবস্থিত একাডেমি চত্ত্বরে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
নটাবাড়ী শিক্ষা ও কল্যাণ ট্রাস্ট একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি প্রাক্তন অধ্যক্ষ অবসরপ্রাপ্ত কর্ণেল আব্দুল বাতেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক কেএম জালাল উদ্দিন আকবর।
বিশেষ অতিথি ছিলেন তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, কান্দি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, একাডেমি অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকী, দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আরিফ বাদল, সমাজসেবক আব্দুল বাতেন মিয়া, শাহিনুর রশিদ কামাল, হুমায়ুন বাদশাসহ অভিভাবক, সুধিজন, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
কর্ণেল আব্দুল বাতেন আধুনিক ও নৈতিক শিক্ষাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে চলতি শিক্ষাবর্ষ থেকে চালু করেন নটাবাড়ী শিক্ষা ও কল্যাণ ট্রাস্ট একাডেমি। এই একাডেমিতে হিফজ, নাজেরা, নূরানী এবং প্লে থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত ছেলেমেয়েদের ভর্তির সুযোগ রয়েছে। এছাড়াও আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার সুবিধাও আছে।
৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০ ঘন্টা ২৫ মিনিট আগে
১৩ ঘন্টা ৪২ মিনিট আগে
১ দিন ৫২ মিনিট আগে
১ দিন ৫৩ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে