শাহজালাল রঃ একাডেমি'র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রধান
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথরিয়ার নোয়াখালী বাজারস্থ শাহজালাল রঃ একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ৫ম শ্রেনীর কোমলমতি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রধান করা হয়।
২২ শে ডিসেম্বর ( রবিবার) সকাল ১০ ঘটিকার সময় প্রতিষ্ঠানটির হলরুমে ২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবকদের নিয়ে আলোচনা সভা ও ৫ ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় ও প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক নোমান আহমদের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন আং বাতিন, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন শাফিউল মৌলা রাজু,নির্মল কান্ত, ইমা আক্তার, প্রসন্ন চন্দ, কবির আহমদ, শরীফ উদ্দিন ও ৫ম শ্রেনীর শিক্ষার্থীরা বিদায়ী বক্তব্যে সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অভিভাবক সহ অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের মানোন্নয়নে নজর দেওয়ার কথা বলেন। বিদ্যালয়ের সাফল্যের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানটিতে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ডায়েরি প্রদান ও প্রধান শিক্ষকদের সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।