গোয়ালন্দে বিভিন্ন মামলায় গ্রেপ্তার চার।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানায় বিভিন্ন মামলায় চারজন আসামিকে গ্রেফতার করেছেন গোয়ালন্দঘাট থানা পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামিরা হলো,(১)মোঃ শিমুল আহম্মেদ (২৮) পিতা-মোশারফ হোসেন।(২)উত্তম কুমার ঘোষ (৪৫), পিতা-শ্রী গোপাল চন্দ্র ঘোষ, মাতা-শ্রী প্রমিলা রানী ঘোষ,(৩)মোঃ রহমান মন্ডল (চেয়ারম্যান) (৪৫),পিতা-মৃত ফজের মন্ডল,মাতা-লালজান বিবি,সোহান পাঠান (২৪),পিতা-লাহু পাঠান কে গ্রেফতার করেছে। একপেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম।গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।