রংপুরের পীরগাছায় ভুলবুঝে প্রধান শিক্ষকের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে অভিযোগকারি শিক্ষার্থীরা। তাদের প্রধান শিক্ষক বাধ্যতামূলক ছুটিতে থাকায় প্রতিষ্ঠানে দিনদিন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হওয়ায় তারা অভিযোগ প্রত্যাহার করে নেন বলে জানায় শিক্ষার্থীরা। ঘটনাটি উপজেলার কল্যাণী উচ্চ বিদ্যালয়ের।
জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর কয়েকজন শিক্ষার্থী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম রাজ্জাকের বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে তার পদ থেকে তাকে অব্যাহতি দেয়ার জন্য ২২ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন দেন। শিক্ষার্থীদের অভিযোগ ও আন্দোলনের কারণে প্রধান শিক্ষককে বাধ্যতামূলক ছুটি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
অভিযোগ প্রত্যাহার করতে আসা শিক্ষার্থী মামুন, মারুফ, হামিদুল, আকাশ, জিসান, সিহাব, আরিফ, মেহেদী হাসান, আপন রায় সাংবাদিকদের জানায়, তারা না জেনে ভুল করে বিভ্রান্ত হয়ে প্রধান শিক্ষকের পদত্যাগের জন্য আন্দোলন করেছে। আবেগপ্রবণ হয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেছে। বুঝতে পেরে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে তারা।
প্রধান শিক্ষক আমিনুল ইসলাম রাজ্জাক বলেন, গত ৫আগস্ট হতে ছুটিতে আছি। মঙ্গলবার অভিযোগকারি শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তাকে কর্মস্থলে ফেরার জন্য। শিক্ষার্থীরা বুঝতে পেরেছে তাকে ছাড়া প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ নেই। শিক্ষকরা কেউ কাউকে মানতে চায়না। কারো কথা কেউ শুনছেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম রাজ্জাকের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তাধীন রয়েছে। তিনি দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত ছিলেন। ইচ্ছে করলে তিনি বিদ্যালয়ে যোগদান করতে পারেন।
৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
১০ ঘন্টা ২৮ মিনিট আগে
১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ৫৪ মিনিট আগে
১ দিন ৫৬ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে