অর্থপাচার ও দুর্নীতি দেশের অর্থনীতিকে চাপে ফেলেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
বুধবার (২৫ ডিসেম্বর) চট্টগ্রামের রেডিসন ব্লুতে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
‘বাংলাদেশের বিকশিত অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে অভিগমন’ শীর্ষক দিনব্যাপী কনফারেন্সের আয়োজন করে আইসিএমএবি।
অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, বিগত সময়ে অবৈধভাবে দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে। গুটিকয়েক লোকের হাতে দেশের সম্পদ পুঞ্জিভূত হয়ে পড়েছে। ব্যাপক দুর্নীতির মাধ্যমে অর্থনৈতিক ও রাজনৈতিক সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। এতে দেশের অর্থনীতিকে চাপ পড়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এ সরকার রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়ে কাজ করছে। এ যাত্রায় আইসিএমএবি অংশীদার হয়ে সরকারের কাজকে সহজতর করার ক্ষেত্রে ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী, আইসিএমএবির প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ।
৫ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৬ দিন ১৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮ দিন ২১ ঘন্টা ৫১ মিনিট আগে
১১ দিন ৯ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১৪ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে
২০ দিন ১৭ ঘন্টা ২২ মিনিট আগে
২১ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে