মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা মিরসরাই মানবকল্যাণ সংগঠনের ২০২৫-২০২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। মিঠাছরা বাজারস্থ সাসা কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত সংস্থার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দিদারুল আলম ভূঁইয়াকে সভাপতি এবং মাওলানা সাইফুল ইসলাম হাসনাবাদীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের প্রধান নির্বাচক জাকারিয়া ফারুকী স্বাক্ষরিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি আরিফ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হাসান শাকিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওসমান গনি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন আরিফ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর ও প্রচার সম্পাদক নুরুল আজিম, শিক্ষা ও ধর্ম সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ ভূঁইয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জিয়া উদ্দিন, কার্যনির্বাহী সদস্যরা হলেন শাহিদুল হাসান, রফিকুল ইসলাম সুমন, নাজিম উদ্দিন।
মিরসরাই মানবকল্যাণ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম হাসনাবাদী জানান, যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে ক্রীড়া, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে মরহুম রেজাউল করিম শাহীর আমন্ত্রণে ২০২২ সালের ২৯ শে আগষ্ট মাত্র ১১ জন ব্যক্তিবর্গের সম্মিলিত সিদ্ধান্তে উক্ত সংগঠন যাত্রা শুরু করে। তিনি কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, সামাজিক ও মানবিক কর্মকান্ডে নিয়োজিত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সেইসাথে সকল মানবিক ও বিত্তশালী ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
৪ ঘন্টা ৭ মিনিট আগে
৪ ঘন্টা ১৫ মিনিট আগে
৪ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ ঘন্টা ৪১ মিনিট আগে
৫ ঘন্টা ৮ মিনিট আগে
৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫ ঘন্টা ৫৮ মিনিট আগে