রংপুরের পীরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামির সদর ইউনিয়নের ৩নং পবিত্রঝাড় ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে দায়িত্বশীলদের মনোনয়ন উপলক্ষ্যে কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এ কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মি সম্মেলনে ২০২৫-২৬ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা আবু সুফিয়ান সুজন, সহসভাপতি মাওলানা ইউনুস আলী, সেক্রেটারী মাওলানা জিল্লুর রহমান, সহকারী সেক্রেটারী আব্দুল্লাহ আল মাসুদ, বায়তুল মাল সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম।
ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাওলানা হোসাইন আহম্মেদের সভাপতিত্বে ও ওয়ার্ড সহকারী সেক্রেটারী আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস আলী, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা শ্রমিক কল্যাল ফেডারেশনের সহকারী সেক্রেটারী জহির উদ্দিন জুয়েল, ইউনিট পেশাজীবী সভাপতি সাখাওয়াত হোসেন, ইউনিয়ন যুববিভাগের সভাপতি শফিকুল ইসলাম, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি আবুল হোসেন, জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সবুজ মিয়া প্রমুখ।