রংপুরের পীরগাছায় পারুল ইউনিয়নের ১নং ওয়ার্ড যুব বিভাগের আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার গুঞ্জুর খাঁ হাউদার পাড় সংলগ্ন মাঠে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিন বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা ১নংওয়ার্ড যুব বিভাগে প্রায় ৫০জন যোগদান করেন।
পারুল ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আলমগীর হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর জামায়াতের আমির ও রংপুর ৪ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ এটিএম আযম খান।
বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মোত্তালিব হোসাইন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমদ, পীরগাছা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শফিকুল ইসলাম, পারুল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা নুরুন্নবী মিয়া, ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মামুন মিয়া, ১নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি আব্দুর রহিম প্রমুখ।
পরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পায়রা সাংস্কৃতিক সংসদ শিল্পীদের পরিবেশনায় ইসলামিক গান, কবিতা, নাটক পরিবেশিত হয়।