রংপুরের পীরগাছায় তাম্বুলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি নির্বাচিত হয়েছেন তোফায়েল আহমেদ। ১১৪ ভোটের মধ্যে তিনি ঘোড়া প্রতীক নিয়ে ৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শামিম আহমেদ লেনিন। কলস প্রতীক নিয়ে ৬১ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুস সামাদ।
সোমবার (১৩ জানুয়ারি) তাম্বুলপুর দাখিল মাদ্রাসা হলরুমে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১২টা থেকে বিকেল ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন ইউনিয়ন বিএনপি আহবায়ক আলমগীর কবির।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল করিম সরকার ও সদস্য সচিব খলিলুর রহমান, যুগ্ম আহবায়ক সোলায়মান হক, ওয়াহেদুজ্জামান বাবলু, আবু তাহের, হারুন অর রশিদ, আব্দুল আমিন, আহম্মদ আলী, ইউনিয়ন যুবদলের আহবায়ক রবিউল ইসলাম রবি, যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম বাবু ও সদস্য সচিব রোকনজ্জামান উজ্জ্বল প্রমুখ। নির্বাচনে সমন্বয়কের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক জাকির আহমেদ ও সদস্য রবি লাহিড়ী।