সেভেন সিস্টার্স নিয়ে কী বলেছেন ড. ইউনূস, ভারতে তোলপাড় কেন? বাঘায় বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর-দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফারুক ফাউন্ডেশনের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত লালপুরে সংঘর্ষের ঘটনায় ৪২ জনের বিরুদ্ধে মামলা, আটক ৭ এপ্রিলে ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা, ঘূর্ণিঝড়ের শঙ্কা সুন্দরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু। পীরগাছায় তাম্বুলপুর কেন্দ্রীয় ঈদগা মাঠে নামাজ আদায় করেন এমদাদুল হক ভরসা আনন্দ বাজারে ফারুকের দোকানে আগুন কুলিয়ারচর ট্রেনে কাটা পড়ে এক ব্যাক্তি নিহত গোয়ালন্দ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল কক্সবাজার থেকে হেঁটে এভারেস্ট জয় করতে যাচ্ছেন ইকরামুল রামু গুলিতে যুবক নিহত অভিযুক্ত চাচাতো ভাই পলাতক রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা ঝিনাইগাতীর ডেফলাই গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সাইমুন আর নেই চুরির পর মালিককে চোরের ফোন :ক্যাশে এত কম টাকা রাখছেন কেন? ঈদগাহে মাইক বাজানো নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ২০ বাঘায় বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানপাটে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

ইসলামপুরে সেই গণপিটুনিতে নিহতের ঘটনায় এক আসামি কারাগারে



 

জামালপুরের ইসলামপুর উপজেলায় গণপিটুনিতে কৃষক সেজাব আলী নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় এক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানোর ওই আসামির নাম মো. বৈসাক আলী (৬২)। 

আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে গণপিটুনির ঘটনায় ইসলামপুর থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইসলামপুর থানা-পুলিশ জামালপুরের চিপ জুডিশিয়াল আদালতে বৈসাক আলীকে হাজির করলে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন সংশ্লিষ্ট বিচারক।



এর আগে গত রবিবার দিবাগত গভীর রাতে গাইবান্ধা র‌্যাব-১৩ এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ আভিযানিক দল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মালিকাবাদ এলাকা থেকে বৈসাক আলীকে আটক করে। পরে ইসলামপুর থানা-পুলিশ সেখান থেকে তাঁকে হিফাজতে নেন।






মামলায় উল্লেখ করা হয়েছে, জমি সংক্রান্ত এবং শত্রুতার জের ধরে আসামিরা কৃষক সেজাব আলীকে বসতঘর থেকে টেনেহেচড়ে বের করে পিটিয়ে গুরুতর আহত করে। পরে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 


উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর বিকেলে ইসলামপুর উপজেলার কুলকান্দী যমুনা নদীর দুর্গম জিগাতলা গ্রামে এক বিশেষ অভিযান চালায় ইসলামপুর থানা-পুলিশ। এসময় গণপিটুনি দিয়ে তিন ব্যক্তিকে পুলিশে সোপর্দ করে উত্তেজিত জনতা। 

পুলিশে সোপর্দ করা ব্যক্তিরা হলো, জিগাতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে ইসমাইল, দেলবার আলীর ছেলে সুরমান আলী এবং কৃষক সেজাব আলী। এসময় 

তাদের কাছ থেকে একটি ওয়ান শূটার গান, আট রাউন্ড গুলি এবং একটি ছোরা উদ্ধারের দাবি করেন পুলিশ। 


এঘটনায় ইসলামপুর থানার সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক (এসআই) শামছুজ্জামান বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি অভিযোগে এবং অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন। 


আটক ওই তিনজনকে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ। সেখানে সেতাব আলী এবং ইসমাইলের শারীরিক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদেরকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন সেজাব আলী মারা যান। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ইসমাইলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক। 


নিহত সেজাব আলী উপজেলার কুলকান্দী ইউনিয়নের জিগাতলা গ্রামে বসবাস করে আসছিলেন। তাঁর পৈতৃক বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়। 



গণপিটুনির ওই ঘটনায় গত ৩০ ডিসেম্বর নিহত সেজাব আলীর ছেলে সুজন মিয়া বাদী হয়ে ২৬ জনের নামোল্লেখে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামি বৈসাক আলী এজাহারভুক্ত ১৫ নম্বর আসামি। তাঁর বাড়ি জিগাতলা গ্রামে।


মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান বলেন, 'গাইবান্ধা র‌্যাব-১৩ এবং ডিবির পুলিশের একটি যৌথ দল গোবিন্দগঞ্জের মালিকাবাদ এলাকা থেকে বৈসাক আলীকে আটক করে। পরে আমরা তাঁকে ইসলামপুর থানায় এনে আদালত সোপর্দ করেছি।


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'নিহত সেজাব আলীর ছেলে সুজন মিয়া বাদী হয়ে ২৬ জনের নামোল্লেখে হত্যা মামলা করেছেন। আরও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। আমরা হত্যকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছি।' 


জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ইসলামপুর জিআর আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. ফারুক হোসেন বলেন, 'আসামি বৈসাক আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। পরে তাঁকে জামালপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।'


আরও খবর






67e93d3f2e138-300325064655.webp
চাঁদ দেখা গেছে, ঈদ সোমবার

২ দিন ১১ ঘন্টা ৫১ মিনিট আগে