ভালোবাসার উষ্ণতায় মুছে যাক শীতের তীব্রতা, উষ্ণতা ছড়িয়ে শুরু হোক নতুন বছর৷ পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস প্রকৃতি ও মানবিকতার সেতুবন্ধন আরও দৃঢ় করতে প্রতিবছর শীতবস্ত্র বিতরণের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয়। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) জামালপুরে গ্রীন ভয়েস, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) শাখা কর্তৃক গরীব-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়৷
বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও সমাজকর্মী আতিকুর রহমানের নেতৃত্ব সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয় আশে পাশের এলাকায় গরীব- অসহায় খুঁজে বাড়িতে বাড়িতে কম্বল পৌছে দেয়৷
সংগঠনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের শিক্ষার্থী হুমায়ুন কবীর বলেন, “আমাদের লক্ষ্য শুধু পরিবেশ সচেতনতা বৃদ্ধি নয়, বরং মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধকেও চিহ্নিত করা।
এই উদ্যোগের মাধ্যমে আমরা বুঝাতে চাই যে শুধু পরিবেশ নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষদের সাহায্য করাও আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব৷”
শিক্ষার্থী সারোয়ার হাসান সজিব জানান, “গ্রীন ভয়েস সবসময় পরিবেশ এবং সমাজের কল্যাণে কাজ করে চলেছে এবং আমাদের পরবর্তী কার্যক্রমও এমনই মানুষকেন্দ্রিক হবে। আতিকুর রহমান স্যার সবসময় শিক্ষার্থীদের এসব সমাজ সচেতনতা ও মানবিক কাজে অনুপ্রেরণা ও সহযোগিতা করে থাকেন। যা আমাদের সামনে এগিয়ে চলার পাথেয়।”
সংগঠনের সদস্য তন্ময়, সজিব, হুমায়ুন , রকিবুল, শাকিল, রিমন, রিফা, মাকসুদা, আদিবা, মীর মিমোশা, আদিব, নিগারিন, সাবরিনা এ সময় উপস্থিত ছিলেন৷