রংপুরের পীরগাছা থানা ছাত্রশিবিরের তিন শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে পীরগাছা পূর্ব, পশ্চিম ও কলেজ শাখার কমিটি গঠন করা হয়। পীরগাছা পূর্ব শাখার সভাপতি মোস্তাফিজার রহমান ও সেক্রেটারী দেওয়ান হাসান দুলাল, পশ্চিম শাখার সভাপতি আব্দুর রহিম ও সেক্রেটারী মোজাহিদ হোসেন লাবিব, কলেজ শাখার সভাপতি সেলিম আহমেদ ও সেক্রেটারী রাফিকুল ইসলাম বুলবুল।
এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর থানা শাখার সভাপতি সেলিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী হামিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মোত্তালিব হোসাইন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী জহির উদ্দিন জুয়েল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হাশিম ও বায়তুল মাল সম্পাদক রমজান শেখ, জেলা ছাত্রশিবিরের অর্থসম্পাদক হানিফুর রহমান স্বাধীন, প্রকাশনা সম্পাদক সবুজ মিয়া, সাংস্কৃতিক সম্পাদক এসএম মশিউর রহমানসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ।