রংপুরের পীরগাছায় কান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস খান। ১৮৫ ভোটের মধ্যে তিনি আনারস প্রতীক নিয়ে ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। মোরগ প্রতীকে ৮৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল হাকিম। সাইকেল প্রতীকে ১২৮ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ প্রামানিক।
শনিবার (১৮ জানুয়ারি) তালুক কান্দি হাজী মহসিনিয়া দাখিল মাদ্রাসা হলরুমে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি আহবায়ক শাহাবুদ্দিন মৃধা, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক চাঁন মিয়া, আকবার আলী, আইয়ুব আলী মন্ডল, শফিকুল ইসলাম, আতাউর রহমান, রাকিব খন্দকার, সোনা মিয়া, হাফিজুর রহমান, সদস্য সচিব শাহিন মিয়া, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম বাবু। নির্বাচনে সমন্বয়কের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ডালেজ।