জয়পুরহাটের ক্ষেতলালে যাত্রীবেশে দুই ছিনতাইকারী ভ্যান চালকের গলাকেটে ব্যাটারিচালিত একটি ভ্যান নিয়ে পালানোর সময় দুই ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা।
২৭ জানুয়ারী (সোমবার) রাত পৌনে আটটার দিকে জয়পুরহাট-পাঠানপাড়া সড়কের উপজেলার হোপ গ্রামের একটি ব্রীজ এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় আহত ব্যাটারীচালিত ভ্যানচালককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিকেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ রাত সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে গণপিটুনির শিকার দুই ছিনতাইকারীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।
গুরুত্বর আহত ভ্যানচালকের নাম সাইফুল ইসলাম (৫০)। তিনি ক্ষেতলাল উপজেলার হোপ গ্রামের লাজেম উদ্দিনের ছেলে।
গণপিটুনির শিকার ছিনতাইকারীরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে সজিব হোসেন (২৫) ও একই উপজেলা গুয়াবাড়িঘাটের স্বপন হোসেন (৫০)।
থানা পুলিশ ও হোপ গ্রামবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাতটার পর চৌমুহনী এলাকা থেকে পাঠান যাওয়ার কথা বলে দুই ব্যক্তি সাইফুলের ব্যাটারীচালিত ভ্যানে ভাড়া নেন। চালক ভ্যান নিয়ে হোপ সেতু এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা পিছন থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করেন। এতে তাঁর গলা কেটে যায়। তিনি সড়কের ওপর পড়ে যান। স্বপন হোসেন ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছিলেন আর সজিব হোসেন ভ্যানে বসে ছিলেন। এসময় সড়ক দিয়ে আসার পথে লোকজনকে ভ্যানচালক সাইফুল ঘটনাটি জানান। তাঁরা সেখান থেকে সাইফুলকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। সাইফুলের গলাকেটে ভ্যান ছিনতাইয়ের ঘটনাটি হোপগ্রামে লোকজনদের জানান তাঁরা। গ্রামের লোকজন ধাওয়া করে ভ্যানসহ দুই ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেন। পরে তাঁদের একটি ঘরে আটকে রেখে থানায় খবর দেওয়া হয়। পুলিশ রাত সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে দুই ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।এবিষয়ে জানতে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল ইসলাম'কে ফোন করলে তিনি রিসিভ করেননি।
১ ঘন্টা ৭ মিনিট আগে
১ ঘন্টা ৯ মিনিট আগে
১ ঘন্টা ৩০ মিনিট আগে
৭ ঘন্টা ১০ মিনিট আগে
৭ ঘন্টা ১১ মিনিট আগে
১১ ঘন্টা ১৩ মিনিট আগে
১১ ঘন্টা ২০ মিনিট আগে
১২ ঘন্টা ৭ মিনিট আগে