মৌলভীবাজারের শ্রীমঙ্গল চকগাঁও মাও. ইসমাঈল ও নাজিরুন্নেছা হাফিজিয়া আলিয়া মাদরাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে শামছুল উলামা আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ:)-এর সুযোগ্য নাতী আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান ফুলতলী বলেন, ‘এই প্রজন্মের তারুণরা জাতির সম্পদ, আমাদের তারুণ্যের দৃড় মনোবল অপরিসীম সাহস ও কাজ আমাদের জাতিকে চেঞ্জ করে দিতে পারে। এই সভ্যতার উত্থান-পতনে তার বড় অংশই এসেছে আমাদের তারুণদের হাত ধরে। এই তরুণরাই আগামির ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।
তিনি আরো বলেন, ‘আজ আমাদের সমাজে বিষাক্ত সাপের মতো কিছু মানুষ গর্ত থেকে বের হয়ে আমাদের আর্দশবান তরুণদের ধ্বংস করছে। সমাজের বিষাক্ত এই মানুষ গুলোকে প্রতিরোধ করে আমাদের তরুণদের রক্ষা করতে হবে। একিভাবে রাসুল (সা.)-এর দুষমনদের প্রতিরোধ করতে হবে। এই জন্য সব কিছু নিয়ে ময়দানে যাপিয়ে পড়তে হবে। এবং সামনে রমজান মাস এতিমদের যত্ন নিবেন, মসজিদ-মাদরাসার ইমামদের সেহরি ইফতার খাওয়াবেন।’ তিনি গতকাল শনিবার মধ্যরাতের বয়ানে উপরোক্ত কথাগুলো বলেন।
ইসলামি মহা সম্মেলনে আলহাজ্ব হযরত মাওলানা কাজী নাছির উদ্দিনের সভাপতিত্ব আরো বয়ান পেশ করেন, ঢাকা বায়তুল ফালাহ জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রাকীব আল হেলালী, আলহাজ্ব হযরত মাওলানা হাফিজ আব্দুল কুদ্দুস নিজামী, হযরত মাওলানা আহসান হাবীব, হযরত মাওলানা ক্বারী এখলাছুর রহমান, হযরত মাওলানা ক্বারী আলাল আহমদ, হযরত মাওলানা হাফিজ হাসান আহমদ, হযরত মাওলানা হাফেজ মুসলিম উদ্দিন, হযরত মাওলানা মো: বেলাল আহমদ, মাওলানা মো: ইসমাঈল হোসেন সহ প্রমুখ।
১৫ ঘন্টা ১৯ মিনিট আগে
১৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
২০ ঘন্টা ১৯ মিনিট আগে
২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
১ দিন ১১ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৫৪ মিনিট আগে