মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কালিঘাট রোডস্থ চলন্তিকা ক্রীড়া চক্র মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমদ।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ৬ নং আশিদ্রোন ইউনিয়ন পরিষেদের মহিলা সদস্য জহুরা বেগম।
আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মোঃ আফসার মিয়া, মঈনুদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম চৌধুরী, কাওছার আহমদ সম্রাট, মাখন সবর, নেছার মিয়া,জয়া রবিদাশ, তাসলিমা জান্নাত চৈতি ও তাসলিমা আক্তার তৃষা।
দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিন শিক্ষার্থীর জন্য দৌড় প্রতিযোগিতা, গোল দেয়া, বেলুন ফাটানো, ঝুড়িতে বল নিক্ষেপ, ক্রিকেট এবং অভিভাবকদের জন্য জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্রীড়ার বিভিন্ন ইভেন্টে অভিভাবক এবং শিক্ষার্থীরা স্বতস্পূর্ত অংশগ্রহণ করেন।
২ ঘন্টা ৩ মিনিট আগে
২ ঘন্টা ৪ মিনিট আগে
২ ঘন্টা ৫ মিনিট আগে
২ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ ঘন্টা ৫ মিনিট আগে
৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৮ ঘন্টা ৪২ মিনিট আগে
১৪ ঘন্টা ৪০ মিনিট আগে