আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত
বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে সুনামগঞ্জের পাঁচটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সুনামগঞ্জ-১ আসন (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর): উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান (আমীর, সুনামগঞ্জ জেলা জামায়াত)
সুনামগঞ্জ-২ আসন (দিরাই-শাল্লা): এডভোকেট মুহাম্মদ শিশির মনির (আইনজীবী, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
সুনামগঞ্জ-৩ আসন (জগন্নাথপুর-শান্তিগঞ্জ): এডভোকেট ইয়াছিন খান (আইনজীবী, এপিপি, জজ কোর্ট, সিলেট)
সুনামগঞ্জ-৪ আসন (সুনামগঞ্জ সদর-বিশম্ভরপুর): এডভোকেট মুহাম্মদ শামসউদদীন। (আইনজীবী, জজ কোর্ট, সুনামগঞ্জ)
সুনামগঞ্জ-৫ আসন (ছাতক-দোয়ারাবাজার): মাওলানা আব্দুস সালাম আল মাদানী (অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, গোবিন্দনগর ফাজিল মাদ্রাসা।