সংহতি, প্রতিরোধ পূর্নগঠন, এই স্লোগানকে সামনে রেখে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক ব্যবস্থার বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি সাতক্ষীরা জেলা শাখার উদ্যেগে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারী ২০২৫) থেকে শুরু হয়ে আগামী ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে বলে জানাগেছে। বুধবার ছিল ক্যাম্পেইনের দ্বিতীয় দিন। প্রতিদিন জেলার বিভিন্ন পয়েন্ট নাগরিক কমিটির প্রতিনিধিরা বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ক্যাম্পেইন পরিচালনা করবেন।
বুধবার সাতক্ষীরা আদালত প্রাঙ্গনে এ ক্যাম্পইন পরিচালনা করা হয়। এ সময় জনগনের মতমত চেয়ে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক একটি ফরম পুরণ করানো হয়। ফরমে তাদের লিখিত মতামত গ্রহণ করা হয়। এ পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে এ ক্যাম্পেইন পরিচালনা করে ৭০ জনের মতামত স্ংগ্রহ করতে স্বক্ষম হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির প্রতিনিধি পলাশ। তিনি জানান, নতুন বাংলাদেশকে নতুন করে সাজাতে নতুন করে বাঁচতে শেখার আহ্বানে দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষাসহ সমাজের সর্বস্তরের বৈষম্য দূরিকরণের জন্য জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং দেশজুড়ে এ ক্যাম্পেইন শুরু করেছেন। আমরা আশানুরূপ সাড়া পেয়েছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হারুন অর রশিদ প্রমুখ।
২ ঘন্টা ৪৯ মিনিট আগে
২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ ঘন্টা ৬ মিনিট আগে
৩ ঘন্টা ২২ মিনিট আগে
৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৪ ঘন্টা ৪৩ মিনিট আগে