সাতক্ষীরা উপকূলীয় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ১৫নং পোল্ডারের সি,সি ব্লক তৈরির ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার গাবুরা ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন টেকসই বেড়িবাঁধ নির্মাণের পোল্ডার সি,সি ব্লক মোটা পাথর এবং সিলেট বালু দিয়ে মজবুত ভাবে তৈরির কাজ চলছে। এবং নদীর কিছু এলাকায় সি,সি ব্লক বসানোর মাধ্যমে কাজ শুরু করে দিয়েছে।
এ সময় স্থানীয়রা জানান, আমাদের শ্যামনগর উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে সম্পদের বিপুল পরিমাণে ক্ষতির পাশাপাশি মানুষের জীবনও কেড়ে নিয়েছে। জলোচ্ছ্বাস থেকে রক্ষা পেতে উপকূলীয় এলাকায় সরকার বেড়িবাঁধও নির্মাণ করছে। এরপরও দুর্যোগের হাত থেকে রেহাই পাচ্ছে না উপকূলীয় মানুষ। টেকসই বেড়িবাধঁ নির্মাণ করা হলে, প্রবল স্রোত এবং জলোচ্ছ্বাসের হাত থেকে কিছুটা হলে রক্ষা পাবে।
এই মেঘা প্রকল্পের কাজটি নিশানটেক কমলিকেশন লিমিটেড কোম্পানির একটি ঠেকাদারি প্রতিষ্ঠান হাতে দিয়েছে, ইতিমধ্যে ব্লক তৈরি ৬০ ভাগ কাজ শেষ হয়েছে, বাকি ৪০ ভাগ কাজ ২০২৬ সালের অর্থ বছরে শেষ হবে বলে এমনটাই জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানটি, এই কাজটির সর্বমোট বরাদ্দ হয়েছে ২৩ কোটি টাকা।
২ ঘন্টা ৩৪ মিনিট আগে
২ ঘন্টা ৩৬ মিনিট আগে
২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৬ ঘন্টা ৯ মিনিট আগে