জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আক্কেলপুর থানা পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন, আক্কেলপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান (৭০), সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দেওয়ান (৬৩), সদস্য মুকুল মিয়া (৪০) এবং রমজান আলী (৫০)। তারা সবাই কেশবপুর গ্রামের বাসিন্দা।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর এলাকার কেশবপুর নিজ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।
শুক্রবার দুপুর ১২ টায় তাদের জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিদের জয়পুরহাট থানায় দায়ের করা রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।