সেভেন সিস্টার্স নিয়ে কী বলেছেন ড. ইউনূস, ভারতে তোলপাড় কেন? বাঘায় বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর-দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফারুক ফাউন্ডেশনের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত লালপুরে সংঘর্ষের ঘটনায় ৪২ জনের বিরুদ্ধে মামলা, আটক ৭ এপ্রিলে ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা, ঘূর্ণিঝড়ের শঙ্কা সুন্দরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু। পীরগাছায় তাম্বুলপুর কেন্দ্রীয় ঈদগা মাঠে নামাজ আদায় করেন এমদাদুল হক ভরসা আনন্দ বাজারে ফারুকের দোকানে আগুন কুলিয়ারচর ট্রেনে কাটা পড়ে এক ব্যাক্তি নিহত গোয়ালন্দ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল কক্সবাজার থেকে হেঁটে এভারেস্ট জয় করতে যাচ্ছেন ইকরামুল রামু গুলিতে যুবক নিহত অভিযুক্ত চাচাতো ভাই পলাতক রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা ঝিনাইগাতীর ডেফলাই গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সাইমুন আর নেই চুরির পর মালিককে চোরের ফোন :ক্যাশে এত কম টাকা রাখছেন কেন? ঈদগাহে মাইক বাজানো নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ২০ বাঘায় বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানপাটে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

বকশীগঞ্জে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে টানটান উত্তেজনা : পাল্টাপাল্টি মিছিল : অতিরিক্ত পুলিশ মোতায়ন



জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। আগামী মঙ্গলবার উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় বিএনপির একাংশ সম্মেলন স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। আরেক পক্ষ সম্মেলন সফল করতে পাল্টা মিছিল করেছে। অবস্থা এমন রূপ নিয়েছে যেকোনো মুর্হুতে উভয়ই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের স্থানীয় বিএনপির একাংশ সম্মেলন স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল করে। বিকেল সাড়ে ৫টার দিকে সম্মেলন সফল করতে পাল্টা মিছিল করেছে অপর পক্ষ। 


স্থানীয় সূত্রে জানা যায়, সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীরা দুইটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ছেন। একটি পক্ষ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদারের নেতৃত্ব চায়।  আরেক গ্রুপ উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগরকে উপজেলা বিএনপির সভাপতি পদে চান। 


সরেজমিনে দেখা গেছে, বেলা ৩টার দিকে বকশীগঞ্জ মধ্যবাজারস্থ উপজেলা বিএনপির একাংশের দলীয় কার্যালয়ের সামনের সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারের সমর্থকরা। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সড়কে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। এতে অন্যানের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আব্দুল কাইয়ুম এবং জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাফিজুর রহমান ফিরোজ। 


বক্তারা বলেন, 'ইউনিয়ন বিএনপির পকেট কমিটি দিয়ে সম্মেলন করতে দেওয়া হবে না। নিয়মানুযায়ী উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনের আগে ইউনিয়ন বিএনপি এবং পৌর বিএনপির সবগুলো শাখা কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করার দলীয়  বিধান রয়েছে। কিন্তু সেটা উপেক্ষা করে সম্মেলনের আয়োজন করা হয়েছে। অগঠনতান্ত্রিক নিয়মবহির্ভূত সম্মেলন স্থগিত করতে হবে।'


বিকেল সাড়ে ৫টার দিকে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকাস্থ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে সম্মেলন সফল করতে উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগরের নেতৃত্বের একটি মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন তাঁরা। 


উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে। 

 


দলীয় সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় খয়ের উদ্দিন মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ওই দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির শামীম। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল। প্রধান বক্তা থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত। 

বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে 

বিশেষ বক্তা থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম। 


বিশেষ অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। 



দলীয় সূত্রে আরও জানা যায়, গত ২০২০ সালের ২৪ নভেম্বর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় জেলা বিএনপি। এতে বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মানিক সওদাগরকে আহ্বায়ক এবং সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুজ্জামান মতিনকে সদস্যসচিব করে ৯৯ সদস্যের উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়। এ ছাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম প্রিন্সকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট আনিছুজ্জামানকে সদস্যসচিব করে ৭৩ সদস্যবিশিষ্ট বকশীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়। আহ্বায়ক কমিটি গঠনের পর ইতিমধ্যে চার বছর পার হয়েছে। এ দীর্ঘ সময়েও গঠন করা হয়নি পূর্ণাঙ্গ কমিটি। 



বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর বলেন, 'সম্মেলন ঘিরে উত্থাপিত অভিযোগ ঠিক নয়। নিয়মানুযায়ী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।' 


বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, 'সম্মেলন স্থগিতের দাবিতে 

একপক্ষ বিক্ষোভ মিছিল করেছে। আরেক পক্ষ সম্মেলনের পক্ষে মাঠে রয়েছে। সম্মেলন ঘিরে পক্ষে-বিপক্ষে অবস্থান কর্মসূচী চলায় পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। পুলিশ মাঠে কাজ করছে।'

আরও খবর