মিরসরাই সমিতির সংযুক্ত আরব আমিরাতের তত্বাবধানে ২ বছর আইনী লড়াইয়ের পর সড়ক দুর্ঘটনায় নিহত মিরসরাইয়ের প্রবাসী কামাল উদ্দিনের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ইতিপূর্বে প্রথম পর্যায়ে ২০২৪ সালের ৭ জুলাই মিরসরাই উপজেলা পরিষদ অডিটরিয়ামে ৬৫ লাখ টাকা এবং দ্বিতীয় পর্যায়ে রবিবার ৪৯ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে তার পরিবারের কাছে। নিহত কামাল উদ্দিনের দুই মেয়ে, স্ত্রী ও পিতা-মাতার হাতে চেকগুলো তুলে দেওয়া হয়। এপর্যন্ত কামাল উদ্দিনের পরিবারকে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ১ কোটি ১৪ লাখ টাকার সহায়তা প্রদান করেন। দ্বিতীয় পর্যায়ে কামাল উদ্দিনের পরিবারের হাতে ৪৯ লাখ টাকার চেক হস্তান্তর করেন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সাবেক সভাপতি নুরুল আলম ও সাবেক সভাপতি সাইফুল ইসলাম। মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সাবেক সভাপতি নুরুল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী কামাল উদ্দিনের ক্ষতিপূরণ দাবীতে আমরা সমিতির পক্ষ থেকে একটি মামলা করি। প্রায় ২ বছর পর মামলার রায় হয়। এতে কামাল উদ্দিনের পরিবার প্রথম পর্যায়ে ৬৫ লাখ টাকা ক্ষতিপূরন পান এবং দ্বিতীয় পর্যায়ে ৪৯ লাখ টাকা ক্ষতিপূরন পান। আগামীতেও সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতি প্রবাসীদের যেকোন সমস্যায় পাশে থাকবে।