ঈশ্বরগঞ্জে দুইমাস ব্যাপি তারুণ্য উৎসবের সমাপনী উপলক্ষ্যে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার মেলা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে তারণ্য উৎসবের সমাপনী মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত উক্ত মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের চৌদ্দটি স্টল তাদের কার্যক্রমের চিত্র প্রদর্শণ করেন।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার বিভিন্ন স্টল পরিদর্শনের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, জামায়ত ইসলামী বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, উপজেলা সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, প্রেসক্লাব সম্পাদক আতাউর রহমান, বৈষম্য বিরোধী ছাত্রনেতা হাসানুর রহমান সজীব প্রমুখ। মেলা উপলক্ষ্যে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৯ ঘন্টা ৩০ মিনিট আগে
২০ ঘন্টা ১৪ মিনিট আগে
২২ ঘন্টা ৩ মিনিট আগে
২২ ঘন্টা ৪ মিনিট আগে
২২ ঘন্টা ৪৬ মিনিট আগে
২২ ঘন্টা ৫৩ মিনিট আগে