ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদ উপহার হাতে পেয়ে সুবিধা বঞ্চিতদের মুখে হাসি ফুয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধন মধুপুর সংগঠনটি। ঈদ শুধু আনন্দের দিন নয়, এটি ভালোবাসা, সম্প্রতি ও মানবতার বন্ধনকে আরও দৃঢ় করার দিন। এক মাস সিয়াম সাধনার পর এই বিশেষ দিন আমাদের শেখায় ত্যাগ, ধৈর্য ও সহমর্মিতা। ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সকলের সঙ্গে প্রিয়জন, প্রতিবেশী এবং অসহায় ও হতদরিদ্র মানুষদের সাথে। রক্তের বন্ধন সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে, সকলের ভালোবাসা ও সহযোগিতাই সংগঠনের অনুপ্রেরণা।
আর এই আনন্দের অংশীদার হতে প্রতি বছরের ন্যায় এবারও এগিয়ে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধন মধুপুর, টাঙ্গাইলের স্বেচ্ছাসেবী সংগঠন। দেশ ও দেশের বাহিরে সকলের সহযোগীতায় প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে অর্থ দান করেছেন। তাদের দানের অর্থেই এ আয়োজন করেছেন।
২৯ ও ৩০ মার্চ (শনিবার ও রবিবার) এ দুইদিন সকাল থেকে বিকাল পর্যন্ত মধুপুর পৌরসভা থেকে শুরু করে মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও হতদরিদ্র ১০০টি পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদ উপহার পেয়ে মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে উপকার গ্রহণকারীদের। ঈদ উপহারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রভাষক ও গণমাধ্যকর্মী লিয়াকত হোসেন জনী, প্রভাষক ও গণমাধ্যমকর্মী নাজিবুল বাশার।
আরো উপস্থিত ছিলেন যিনি এ সংগঠনটি অক্লান্ত পরিশ্রম ও মেধা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন সংগঠনটির পরিচালক রাজু আহমেদ, সিফাত হোসেন, পৃথিবী, ফারদিন ইসলাম, জিহাদ হোসেন, মো. সাগর, হারুণ অর রশিদ, আবু হানিফ, বাপ্পি, অন্যান্য সংগঠনের স্বেচ্ছাসেবী, এলাকাবাসী প্রমুখ।
২ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৫ ঘন্টা ২১ মিনিট আগে
৫ ঘন্টা ২২ মিনিট আগে
৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
৬ ঘন্টা ৫ মিনিট আগে
৬ ঘন্টা ৩৬ মিনিট আগে