শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘শিকড় ঝিনাইগাতী’র উদ্যোগে উত্তরণ পাবলিক স্কুলে ৩০ মার্চ রবিবার শেষ রমজান উপলক্ষে সুধীজনের সম্মানার্থে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সংগঠনের সভাপতি আব্দুল আউয়াল, সহ-সভাপতি আলিম আল রেজা লিক্সন, সাধারণ সম্পাদক ডা. সাইফুল আমিন মুক্তা, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রোস্তম আলীসহ সকল সদস্যগণ। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ‘শিকড় ঝিনাইগাতী’ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ঝিনাইগাতী উপজেলার মেধাবী শিক্ষার্থীদেরকে সামনের দিকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪ ঘন্টা ১ মিনিট আগে
৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৫ ঘন্টা ৩১ মিনিট আগে
৫ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬ ঘন্টা ১৪ মিনিট আগে
৬ ঘন্টা ৪৫ মিনিট আগে