রংপুরের পীরগাছায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন রংপুর-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি ও বিশিষ্ট শিল্পপতি রহিম উদ্দিন ভরসার ছেলে এমদাদুল হক ভরসা। সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় উপজেলার তাম্বুলপুর কেন্দ্রীয় ঈদগা মাঠে তিনি এ নামাজ আদায় করেন। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেনৃ মাওলানা আব্দুল কাইয়ুম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, তাম্বুলপুর কেন্দ্রীয় ঈদগা মাঠের সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান সহ আরো অনেকে।
নামাজ শেষে সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন রংপুর-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি এমদাদুল হক ভরসা।