ইকরামুল হাসান শাকিল। এভারেস্ট জয়ের স্বপ্ন দুচোখে। গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানী থেকে হাঁটা শুরু করে ২৬ দিনে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধায় পৌঁছান। তারপর বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে তিনি ভারতে প্রবেশ করেন।
মঙ্গলবার (১ এপ্রিল) দুই সফরসঙ্গীসহ পঞ্চগড়ের তেঁতুলিয়ার দেখা হয় ইকরামুল হাসান শাকিলের। প্লাস্টিকের দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় টেকসই সমাধানের প্রচারে কক্সবাজার থেকে রওনা দিয়েছেন তিনি।
এই অভিযানে মহাসড়ক ধরে না হেঁটে গ্রামাঞ্চলের পথ বেছে নেন তিনি। পদযাত্রায় বিভিন্ন বয়সী মানুষকে ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন এবং কার্বন নিঃসরণ কমানো নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন। এছাড়া পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন করেন।
ইকরামুল হাসান শাকিলের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈরে। ৯০ দিনের এই অভিযানে বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপালের এভারেস্ট বেজক্যাম্প পৌঁছাতে প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দেবেন। রোমাঞ্চকর অভিযানটি সম্পন্ন হলে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের হাতছানিও রয়েছে তার সামনে। ইকরামুল হাসান যদি তার পদযাত্রা সফল করতে পারেন তাহলে তিনি হবেন বিশ্বের কনিষ্ঠ পর্বতারোহী হিসেবে সি টু সামিট এভারেস্ট আরোহণকারী। কোনো যানবাহন ছাড়া তিনটি দেশ হয়ে বেশি পথ অতিক্রম করে এভারেস্ট জয়ের পথে তিনি।
১ দিন ৭ ঘন্টা ১২ মিনিট আগে
৯ দিন ২২ ঘন্টা ২৪ মিনিট আগে
১০ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে
১০ দিন ১২ ঘন্টা ১৩ মিনিট আগে
১১ দিন ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
২২ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে
২২ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে
২৬ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে