কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘স্বপ্ন পূরণ ফাউন্ডেশন’ এর স্বাভলম্বী প্রজেক্টের আওতায় অসহায় বিধবা আমেনা বেগমকে সেলাই মেশিন উপহার দেয়া হয়েছে। বিধবার আবেদনের প্রেক্ষিতে যাচাই শেষে গতকাল বুধবার সেলাই মেশিন হস্তান্তর করেন স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মোশাররফ হোসেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের ইভেন্ট সমন্বয়ক মনির হোসেন খোকন, সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজী, মোঃ এমদাদ উল্যাহ, মুহাঃ ফখরুদ্দিন ইমন, সোনালী সমাজ ফাউন্ডেশনের আরমান হোসেন।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে বিধবা আমেনা বেগমের মতো হাজার হাজার মানুষের স্বপ্নপূরণের সাথী হয়েছে ‘স্বপ্ন পূরণ ফাউন্ডেশন’।
এ ফাউন্ডেশন বুধবার(২৩) এপ্রিল পর্যন্ত গত সাত বছরে ১২২টি ইভেন্ট সম্পন্ন করেছে। শতভাগ স্বচ্ছ হিসাব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ায় সকলের কাছেই গ্রহণযোগ্য ফাউন্ডেশনটি। এ ফাউন্ডেশনের অধিকাংশ অর্থই প্রবাসীরা দান করে।