রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে গোয়ালন্দঘাট থানাধীন কাউজানি এলাকা থেকে ৫০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৯ মে ) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃত আসামির হলো রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পূর্ব তেনাপঁচা এলাকার মোঃ মোহন মোল্লার ছেলে মোঃ রোকন মোল্লা (৩৬)।
অভিযানকালে আসামির কাছ থেকে মোট ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম জানান, মাদকবিরোধী এই অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।