টানা ৫ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দূর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কালিগঞ্জে দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের প্রথম দিন সম্পন্ন প্রেরণ, রামগড় যুব উন্নয়ন কর্মকর্তার ষ্ট্যান্ড রিলিজ কুবিতে নকলসহ আটক শিক্ষার্থীকে মোবাইল ফেরত:ছাত্রদল নেতার সুপারিশের অভিযোগ লাখাইয়ে বেড়েই চলছে নিষিদ্ধ ""চায়না জাল""দেশিজাতের মাছ বিলুপ্তির পথে। আশাশুনিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইবিতে গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণের নবীন বরণ ও প্রবীণ বিদায় চট্টগ্রাম জিয়া স্মৃতি জাদুঘরকে পূর্ণাঙ্গ জাদুঘর হিসেবে গড়ে তুলা হবে - সংস্কৃতি উপদেষ্টা গোয়ালন্দে ৬০ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। রাজবাড়ীতে ভ্যানচালক হত্যাকাণ্ড: বিক্ষোভ মিছিল থেকে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ২ রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। বাঘায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত :আহতদের পাশে ইউএনও বাঘা যশোরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় স্কুল ছাত্র নিহত শান্তিগঞ্জে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কারিগরি শিক্ষায় দ্রুত আধুনিকায়ন প্রয়োজন ঈশ্বরগঞ্জে ইউএনওর পরিচিতি সভা জিলাপির লোভ দেখিয়ে চার বছরের শিশু ধর্ষণ চেষ্টা, যুবককে গণপিটুনি

লাখাইয়ে বেড়েই চলছে নিষিদ্ধ ""চায়না জাল""দেশিজাতের মাছ বিলুপ্তির পথে।

লাখাইয়ে বেড়েই চলছে নিষিদ্ধ ""চায়না জাল""দেশিজাতের মাছ বিলুপ্তির পথে। জালের নাম “চায়না জাল”। গড়ে প্রায় ৪০ ফুট লম্বা। এক ফুট পরপর ছোট-বড় মাছ প্রবেশের পথ। প্রবেশ করলে আর বের হতে পারে না। এই জালে রেনু পোনা থেকে বড় মাছ এমনকি জলজ প্রাণি সবই আটকে যায়। বিশেষভাবে তৈরি এই জাল মাছের মরণফাঁদ। সরকারিভাবে নিষিদ্ধ হলেও উপজেলার খাল-বিল, নদী-নালা এই জালে সয়লাব। এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় এসব জাল অবাধে বিক্রি করছেন। অপরদিকে এক শ্রেণির মানুষ এগুলো খালে-বিলে, নদী-নালায় ব্যবহার করে দেশি প্রজাতির মাছের বংশবিস্তার সংকটে ফেলছে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে উপজেলার বিভিন্ন খাল-বিল, ডোবা-নালা এবং নদীতে চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে। ঘনভাবে প্লাষ্টিকের তৈরি ৩০ থেকে ৪০ ফুট জালের দাম ২ থেকে ৩ হাজার টাকা। উপজেলার ছোট-বড় বিভিন্ন হাট-বাজারে জাল-সুতার দোকান এমনকি মুদি-মনোহারী দোকানেও প্রশাসনের নজরদারি এড়িয়ে এই জাল খুচরা ও পাইকারী বিক্রি করা হচ্ছে। উপজেলার প্রায় সব এলাকাই এই জাল ব্যবহার করা হলেও চরাঞ্চলে এই জালের ব্যবহার বেশি হচ্ছে। পুর্ববুল্লার আজদু মিয়া বলেন, চায়না দুয়ারি জাল মারাত্মক ধ্বংসাত্মক। এ জালে মাছের সাথে রেনু পোনাসহ বিভিন্ন প্রজাতির জলজ প্রাণিও মারা পড়ছে। এতে দিনদিন দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণি বিলুপ্ত হয়ে যাচ্ছে। বামৈ বাজারের মাছ ব্যবসায়ী মো. রুবেল মিয়া জানান, এক সময় বাজারে প্রচুর দেশি মাছ পাওয়া যেত। গত কয়েক বছর ধরে আর আগের মত দেশি মাছের দেখা মিলছে না। বিভিন্ন নিষিদ্ধ জাল, মাত্রাতিরিক্ত কিটনাশক ও সার ব্যবহারের কারণে খাল-বিল, ডোবা-নালায় দেশি মাছ বিলুপ্তি হচ্ছে। হাটে-বাজারে নিষিদ্ধ এই জাল বিক্রি করা হলেও প্রশাসনের তেমন তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন অনেকে। এ জালের ব্যবহার বন্ধের দাবি করে লাখাইয়ের সুশীল সমাজের একাধিক ব্যক্তি মনে করছেন, এমনিতে দেশি মাছ বিলুপ্তির পথে, এই জাল দিয়ে দেশি মাছের রেনুপোনাসহ বিভিন্ন জলজপ্রাণি ধ্বংস করা হচ্ছে। এর ফলে দেশি মাছের যে কয়কটি প্রজাতি টিকে রয়েছে তাও অরিচেই বিলুপ্ত হয়ে যাবে। তারা দাবি করেন, নিষিদ্ধ এই জাল ব্যবহারের উপর প্রশাসনের কঠোর নজরদারি করতে হবে। উপজেলা অতিরিক্ত মৎস্য কর্মকর্তার কনিক চন্দ্র শর্মা বলেন, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরুপে বেআইনী। এতে দেশীয় মাছ বিলুপ্তির পথে। চায়না জাল দিয়ে মাছ ধরার জন্য জেলেদেরকে নিরুৎসাহিত করা ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।এবং খুব দ্রুত এ ব্যাপারে মোবাইল কোর্ট করে অভিযান দিব। তাছাড়া মে মাসের ২৮ তারিখ হইতে এক মাস পর্যন্ত সবধরনের মাছ ধরা নিষিদ্ধ, সে ব্যাপারে অবগত করা হবে।
Tag
আরও খবর