সুনামগঞ্জের শান্তিগঞ্জে স্কুল পর্যায়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ে এফআইভিডিবির আরইসিসি প্রজেক্টের আয়োজনে ও ওয়েল হাঙ্গার হিলফির আর্থিক সহযোগিতায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সরকারের সভাপতিত্বে ক্যাম্পেইনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আনিসুর রহমান, জেলা স্যানেটারী অফিসার শেখর কান্তি বাড়ৈ, সহকারী শিক্ষক বদরুল আলম, পূর্ব পাগলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজির উদ্দিন, এফআইভিবিডিবি আরইউসিসি প্রজেক্টের টেকনিক্যাল অফিসার সুলতান মাহমুদ, ফিল্ড অফিসার নাসিমা আক্তার প্রমুখ।