ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর পক্ষ থেকে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ৫২-এর ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় প্রভাতফেরিতে ইউআইটিএস পরিবারের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) জনাব শুভ দাস এবং জনসংযোগ কর্মকর্তা জনাব মো. সাইফুল ইসলাম।
পরে বারিধারা ডিপ্লোমেটিক জোন সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত), কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
১ ঘন্টা ২৩ মিনিট আগে
১ ঘন্টা ২৫ মিনিট আগে
১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে