ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাও গ্রামের ১২ বছরের কিশোরী সৎ বাবার যৌন লালসার শিকার,। প্রাণে মারার হুমকি দিয়ে নাবালিকা সাদিয়া আক্তারকে দিনের পর দিন ধর্ষণ করে ৮ মাসের গর্ভবতী করায় থানায় মামলা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের কালু মিয়ার ছেলে সিরাজ উদ্দিনের সঙ্গে বিগত অনুমান ৭ বছর পূর্বে মোছাঃ আকলিমা খাতুন একটি কন্যা সন্তান নিয়ে বিবাহে আবদ্ধ হয়। বিবাহের পর হইতে সংসার হিসাবে ঘর সংসার করতে থাকে।
পরবর্তীতে আকলিমা খাতুনের সংসার জীবনে আরিফ (৩) ও ফাতেমাঃ(১) নামে দুই সন্তান জন্মগ্রহণ করে। পূর্বের বড় মেয়ে সাদিয়া আক্তার তাদের সঙ্গেই বসবাস করিয়া আসছিলেন। সংসারের হাল ধরতে গিয়ে আকলিমা খাতুন গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নেয়। তার বড় মেয়ে সাদিয়া আক্তার বর্তমাণ সংসারের ছোট ছেলে ও মেয়েকে দেখাশুনা করেন। আকলিমা খাতুন ফ্যাক্টরিতে ডিউটিতে থাকার সুযোগে অভিযুক্ত স্বামী সিরাজ উদদীন বড় মেয়েকে বিভিন্ন সময়ে জোর পূর্বক ধর্ষণ করতেন এবং বিভিন্ন হুমকিও দিতেন কাউকে না বলার জন্য। কিছুদিন যাবত মেয়ের শরীলরের শারীরিক অবস্থা পরিবর্তন ঘটলে। মা আকলিমা খাতুন মেয়েকে চাপ দিলে মেয়ে তার মার সঙ্গে ঘটনাটি খুলে বললেন। গত ০৩/০৩/২০২২ই, তারিখে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে পরীক্ষা করিয়া জানতে পারে মেয়ে ৮ মাসের অন্তঃস্বত্তা।
উক্ত ঘটনায় গত ০৬ ডিসেম্বর সোমবার মেয়ের মা আকলিমা খাতুন বাদী হয়ে স্বামী সিরাজ উদদীনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রুজু করেন। মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র্যাব-১৪ এর একটি অভিযানিক দল।
ভালুকা মডেল থানার এসআই আশরাফ জানান, ময়মনসিংহ র্যাব-১৪ এর একটি অভিযান চালিয়ে অভিযুক্ত সিরাজ উদ্দিনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
৮ ঘন্টা ৫৭ মিনিট আগে
৯ ঘন্টা ১৬ মিনিট আগে
৯ ঘন্টা ১৭ মিনিট আগে
৯ ঘন্টা ২০ মিনিট আগে