প্রেস বিজ্ঞপ্তি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদকে প্রেসক্লাবের গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপ ও প্রেসক্লাবের স্বার্থসংশ্লিষ্ট বিরোধী এবং সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসক্লাব বিদ্বেষী কার্যক্রম সম্পাদন করায় সর্বসম্মতিক্রমে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
এদিকে প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদকে বহিষ্কার করায় কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামিউল কবিরকে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ হাসান, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, তথ্য ও গবেষণা সম্পাদক মান্নার মিয়া, আইনবিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু খালেদ, সদস্য আবুল কালাম, আবিদ উদ্দিন, দিলিপ কুমার দাশ, ছালিক আহমদ, শাহনুর আহমেদ সুলতান, উসমান গণি, নাসির মিয়া, জাকির হোসেন, ইমরানুল হাসান প্রমুখ৷