গোয়ালন্দে দেশজুড়ে ধর্ষণ ও ছিনতাই চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।
গোয়ালন্দে দেশজুড়ে ধর্ষণ ও ছিনতাই চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।
নারীর ইজ্জত রাখবে যারা তারাই হবে দেশ সেরা এই প্রতিপাদ্য কে সামনে রেখেই দেশজুড়ে খুন, ধর্ষণ, ছিনতাই চাঁদাবাজি সহ সকল সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জানমাল নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৫ফেব্রুয়ারি) দুপুর ১২ টার সময় সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের আয়োজনে গোয়ালন্দ বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন এবং বিক্ষোভ সমাবেশে শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমানের কাছে লিখিত একটি স্মারকলিপি প্রদান করেন।
এ সময় মাহমুদুল হাসান রাকিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নুরতাজ আলম রবিন,শঙ্কর কুমার, রাকিবুল হাসান, মমিনুল ইসলাম, হিমেল, জাহিদ হাসান ও শফিক মন্ডলসহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,খুন, ধর্ষণ, ছিনতাই চাঁদাবাজি সহ সকল সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জন নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন বিক্ষোভ, আজকের এই কণ্ঠস্বর শুধু গোয়ালন্দ বা রাজবাড়ীর নয় সমগ্র বাংলাদেশের।অপরাধীদের কোন জাতি বা কোন ধর্ম নেই। এরা দেশের শত্রু জাতির শত্রু সমাজের শত্রু।এদেরকে সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার এদেরকে জনসম্মুক্ষে ফাঁসি দাবি জানাই। আমরা এই আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সর্বোচ্চ অনুরোধ করব যে অপরাধীদের ধরে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।